দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

|

দিনাজপুর প্রতিনিধিঃ “বিদায় নয়, দেখা হবে আবার”—এই প্রতিপাদ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হলো আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষের বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি  আবুল আলা মোঃ মাহবুবুর রহমান (ভূট্টো) ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, হলি ল্যান্ড কলেজের পরিচালক মোঃ সালাহ্উদ্দিন (খোকন), সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আবেদ আলী, শাহ মোঃ ফয়জুল ইসলাম, শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পিএস নাসিম উজ্জামান ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। আত্মবিশ্বাস, নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও চারিত্রিক গুণাবলির ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা, ইসলামী ইতিহাস বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মামুন, সরকারি অধ্যাপক মোঃ মেহেরাব আলী, সাজ্জাদ হোসাইন, জুয়েল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের প্রভাষক রাজিয়া সুলতানা ও হারুনুর রশিদ উজ্জ্বল।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় শুভকামনা জানানো হয়।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *