মহেশপুরে ইটভাটায় নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারে দুই লাখ টাকা জরিমানা

|

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে নিষিদ্ধ কাঠ ব্যবহার করে ইট তৈরির অভিযোগে একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। অভিযানে ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার সলেমানপুর এলাকায় ‘ভাই ভাই ব্রিকস’ নামের ওই ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। এসময় পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফ আলী প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এবং মহেশপুর থানার পুলিশ সদস্য ও বিজিবি’র একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের দায়ে ‘ভাই ভাই ব্রিকস’ ইটভাটার মালিক মো. সুলতানের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে আর ভাটা পরিচালনা করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান বলেন, ‘পরিবেশ দূষণকারী ও আইন অমান্যকারী ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই ইটভাটার কারণে এলাকায় ধোঁয়া ও ধূলিকণার ব্যাপক সমস্যা দেখা দিচ্ছিল। ফলে আশপাশের পরিবেশ ও কৃষিজমির ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *