সারাদেশে চাঁ/দাবাজি ও বিচার বহির্ভূত হ/ত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

|

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশে চলমান চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শিবচর উপজেলার বড় বাহাদুরপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ইসলামী যুব আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সমাবেশে বক্তারা বলেন, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। শত শত মানুষের সামনে তার দেহ টেনে-হিঁচড়ে এনে যেভাবে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে, তা মানবতা ও ন্যায়বিচারের জন্য চরম অবমাননাকর। এই বর্বর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

বক্তারা বলেন, শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ঘটছে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ। এসব ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস. এম. আজিজুল হক, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মাওলানা মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার মো. সোহেল তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আশিক, মিথিলা ফারজানা, আসাদুজ্জামান সাইফ, মো. আবু আলেমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে এসব অপরাধ দমনে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *