
{"data":{"pictureId":"92e9d8e1d35541ea9fab7bff19c69e4c","appversion":"5.9.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra_v2":{"filter":[],"imageeffect":[],"playfunction":[],"portrait":[]},"campaign_key":"","sub_campaign_key":"","campaign_token":""},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[],"capability_key":["edit"],"capability_extra_v2":{"filter":[],"imageeffect":[],"playfunction":[],"portrait":[]}}"}
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর নেতৃত্বে টিকিটবিহীন ভ্রমণ রোধে অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ বিকালে অভিযানে দিনাজপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করা দোলনচাঁপা এক্সপ্রেস ও কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিট যাচাই করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ২৮ বীর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তানজীদ। সাথে ছিলেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিটেনডেন্ট জিয়া সহ রেলওয়ে পুলিশ ও টিসি।
অভিযান চলাকালে সেনাবাহিনী ও রেলওয়ে কর্মকর্তারা ট্রেনের কোচে গিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করেন এবং সবাইকে টিকিট কেটে ভ্রমণ করার জন্য অনুরোধ করেন।
অভিযানের বিষয়ে ক্যাপ্টেন তানজীদ জানান, ঈদ পরবর্তী সময়ে ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী টিকিট কেটে উঠেও আসন পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় টিকিটবিহীন ভ্রমণ যেন না হয় এবং কেউ যেন সুযোগ নিয়ে বাড়তি অর্থ আদায় না করে, তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়।
পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফর্ম পরিদর্শন ছাড়াও পঞ্চগড়গামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন সেনা সদস্যরা। টিকিট কাটার সময় কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন আভিযানিক দলের সদস্যরা। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।