গোয়াইনঘাটে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে সরব হবার আহ্বান জানালেন মো. বিলাল উদ্দিন

|

সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মো: বিলাল উদ্দিন।

তিনি বলেন, “আজ গোয়াইনঘাটে যেভাবে প্রশাসনের চোখের সামনে বালু-পাথর লিজের বাইরে অবৈধ উত্তোলন চলছে, যেভাবে গডফাদারদের নেতৃত্বে নদীপথে চাঁদাবাজি চালানো হচ্ছে, তাতে গোয়াইনঘাটের পরিবেশ, জনজীবন ও অর্থনীতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে আর চুপ থাকা চলবে না।”

মো. বিলাল উদ্দিন আরো বলেন, “জনগণই গণতন্ত্রের প্রকৃত মালিক। গোয়াইনঘাটের আপামর জনগণ যদি এখনই ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি দুর্বিষহ সমাজ রেখে যাব।”

তিনি সকল পেশাজীবী, তরুণ সমাজ ও রাজনৈতিক সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে এসে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে গোয়াইনঘাটকে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। সাংবাদিক সমাজকেও সত্য উদঘাটনে সাহসিকতার পরিচয় দিতে হবে।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই গোয়াইনঘাটের বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, অবৈধ বালু-পাথর উত্তোলন ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে। স্থানীয়রা বলছেন, কিছু প্রভাবশালী মহল প্রশাসনের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

মো. বিলাল উদ্দিনের এই আহ্বান গোয়াইনঘাটের সচেতন নাগরিক সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতির কথাও জানিয়েছেন

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *