
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে অপহৃত কলেজছাত্র আমির হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের বাহাদুরবাজার এলাকার ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ নামক আবাসিক হোটেলের ৩১৪ নম্বর কক্ষ থেকে আমিরকে উদ্ধার করা হয়।
অপহরণকারীরা হলেন বিরল উপজেলার সাপাহার এলাকার জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন এবং বিরল দোগাছি এলাকার মাঝে দূরের ছেলে রেহান ইসলাম(২০)।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার আজাদ হোসেনের ছেলে আমির হোসেন (২৪), পঞ্চগড়ের বোদা পাথরাজ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি গত ৩ জুলাই বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। পরে ওইদিনই খলিশাকুড়ি এলাকায় মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে একটি গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
পরদিন (৪ জুলাই) সকালে অপহরণকারীরা আমিরের মায়ের মোবাইলে ফোন দিয়ে বলেন, “আপনার ছেলে আমাদের কাছে আছে, ৫০ হাজার টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।”
ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার ভূল্লী থানা পুলিশকে জানালে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমিরের অবস্থান শনাক্ত করে। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপহরণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।