দিনাজপুরে ১০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

|

দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে উত্তরণ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ১০জন প্রতিবন্ধী ব্যাক্তি ও পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সহায়তা পেলে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আজকের এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম এবং সদর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রাসেল। গোলাম আজম বলেন, সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পারলে তাদের জীবনমান আরও উন্নত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান লিটন। তিনি বলেন, প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে এ ধরনের প্রকল্প নিয়মিত বাস্তবায়ন করা জরুরি। ইউনিয়ন পরিষদ সর্বদা তাদের পাশে থাকবে।

উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম জানান, এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী পরিবারের আয়ের সুযোগ তৈরি হবে এবং তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি অনামিকা পান্ডে, অর্থ সম্পাদক রাসেল রানা,কমিউনিটি ফ্যাসিলেটর ফিরোজ সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *