মাথাভাঙ্গা’পত্রিকার ৩৫ বছর পূর্তি উপলক্ষে, র‌্যালি ও আলোচনা সভা

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় আঞ্চলিক সংবাদপত্র দৈনিক মাথাভাঙ্গা ৩৫ বছর পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।


দৈনিক মাথাভাঙ্গার জন্মদিন উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সাংবাদিক, পাঠক, লেখক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


পরে মাথাভাঙ্গা অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, “দৈনিক মাথাভাঙ্গা দীর্ঘ ৩৫ বছর ধরে সাংবাদিকতার নীতিনিষ্ঠতা বজায় রেখে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছে। এটি শুধু একটি সংবাদপত্র নয়, এই অঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর।”


আলোচনা সভায় দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক মাথাভাঙ্গার ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘ পথচলার জন্য শুভ কামনা জানান।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *