দিনাজপুরে নতুন করে দুইজনের করোনা শনাক্ত

|

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জানা গেছে, গত রবিবার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনা শনাক্ত কার্যক্রম শুরু হয়। রবিবার ও সোমবার কেউ নমুনা দিতে না এলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে ১১ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ১০ জনের টেস্ট করা হয়। এতে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে।

পজিটিভ শনাক্ত দুইজনের একজন দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী (বয়স ২২) এবং অপরজন শহরের ছোট গুড়গলা এলাকার ৫০ বছর বয়সী এক গৃহবধূ।

দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান, প্রাথমিকভাবে র‌্যাপিড টেস্টে দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা আরও নিশ্চিত পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *