মাদারীপুর জেলার রাজৈরে ১৫০০ ইয়াবা নিয়ে এক নারী সহ ৩ যুবক আটক

|

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর থেকে ১৫০০ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

শনিবার রাজৈর থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয় ইয়াবা।
আটককৃতরা হল রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্পা বেগম, নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে অনিক হাওলাদার, বাজিতপুর গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসী এবং মাদারিপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠের পুল গ্রামের নুরুজ্জামান ঘরামীর ছেলে সজীব ঘরামী।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *