Live
লিবিয়ায় গুলিতে নিহত মাদারীপুরের ৩ প্রবাসযাত্রীর বাড়িতে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মাসুদ পারভেজ (ভি পি র) সমবেদনা জ্ঞাপন।

লিবিয়ায় গুলিতে নিহত মাদারীপুরের ৩ প্রবাসযাত্রীর বাড়িতে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মাসুদ পারভেজ (ভি পি র) সমবেদনা জ্ঞাপন।

২ ঘণ্টা আগে | 29 বার পড়া হয়েছে
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার তিন যুবক মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন—মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবর্দ্দী গ্রামের মুন্না তালুকদার এবং টেকেরহাট ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবারগুলোর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি নিহতদের বাড়িতে যান। তিনি পৃথকভাবে প্রতিটি পরিবারকে সান্ত্বনা দেন, তাঁদের খোঁজখবর নেন সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। ভিপি পারভেজ জানান, নিহতদের পরিবার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ রাখবেন। সমবেদনা জানাতে গিয়ে অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি বলেন, “অবৈধ পথে, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি উদ্যোগ নেব যাতে মাদারীপুরসহ দেশের কোথাও আর কোনো যুবক এই পথে প্রতারিত না হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেয়ে দেশে থেকেই উদ্যোক্তা হিসেবে নিজের জীবন গড়তে যা যা প্রয়োজন আমি সে বিষয়ে সহযোগিতা করবো।” তিনি আরও জানান, বৈধ অভিবাসন, যুব উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে বিএনপি স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে। লিবিয়ায় নিহত তিন যুবকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা তাঁদের হত্যার সুষ্ঠু তদন্ত ও দালালচক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Facebook Twitter WhatsApp লিংক কপি প্রিন্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!