Live
জৈন্তাপুর দরবস্তে ৩১ দফার সমর্থনে হাকিম চৌধুরীর প্রচার মিছিল

জৈন্তাপুর দরবস্তে ৩১ দফার সমর্থনে হাকিম চৌধুরীর প্রচার মিছিল

২ ঘণ্টা আগে | 26 বার পড়া হয়েছে
এম আল আমিন গোয়াইন ঘাট প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশ জাতি এবং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবীতে দল এবং ৩ উপজেলার মানুষের এই ঐক্যকে আরো সুসংগত করতে হবে। ইনশাআল্লাহ - দলের শীর্ষ নেতৃত্ব আমাদের প্রতি সুবিচার করবে। তিনি সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে দরবস্ত ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ, প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলে দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারির সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় জৈন্তাপুর উপজেলা, দরবস্ত ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মইনুদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা শরিফ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজমল হুসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য বুরহান, এম ইউ জাহাঙ্গীর, যুবদল নেতা দেলোয়ার, আনোয়ার হুসেন ফয়সাল, শহিদুর রহমান, তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা তাজ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিন রাজ, সাহেদ আহমদ, যুবদল নেতা বদরুল ইসলাম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রাহিম, সহ-সভাপতি জুবায়ের আহমদ জুয়েল, শাহজালাল (র.) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহেল, মদন মোহন কলেজ ছাত্রদল সদস্য সাদিক, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহদপ্তর সম্পাদক তানবির আহমেদ, ছাত্রদল নেতা শাহজাহান, নজরুল, চারিকাটা ইউনিয়ন বিএনপি নেতা নুর ইসলাম, সাজু আহমদ, ইউনুস আলী, ছাত্রদল নেতা সুলেমান আহমেদ ও যুবদল নেতা জামাল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

Facebook Twitter WhatsApp লিংক কপি প্রিন্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!