Live
শিবচরে ব্যবসায়ীদের কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

শিবচরে ব্যবসায়ীদের কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

২ ঘণ্টা আগে | 38 বার পড়া হয়েছে
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনজন আসামীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের গণমাধ্যমকে এ তথ্য জানান। গ্রেপ্তার তিনজন হলেন- ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দিপন মল্লিক(৫৩), শিবচরের বন্দরখোলা এলাকার কোরবান শিকদারের কান্দি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা(৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, গত ১৯ নভেম্বর ভোরে শিবচরের বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে আহত করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, ঘটনার সময় ব্যবহার করা প্রাইভেটকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে এবং তা আগামীতেও বজায় থাকবে।

শেয়ার করুন

Facebook Twitter WhatsApp লিংক কপি প্রিন্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!