বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ঠাকুরগাঁও জেলার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী ও সাবেক চেয়ারম্যান ২ নং চাড়োল ইউনিয়ন নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (১ ডিসেম্বর সোমবার) বিকাল চারটায় সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঐতিহ্যবাহী লাহিড়ী পশ্চিম জামে মসজিদের খতিব মাওলানা নুর ইসলাম এসময় উপস্থিত ছিলেন, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু ও ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল্লাহ কলম মাস্টার, দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন
মন্তব্য (0)
মন্তব্য করুন
এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!