সংসদ সদস্য জনগণের মনিব নয়, জনগণের প্রতিনিধি: সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেছেন সংসদ সদস্য আপনাদের মনিব নয় সংসদ সদস্য আপনাদের প্রতিনিধি। যিনি সংসদ সদস্য হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। রবিবার (২৪ নভেম্বর) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় শাপলা কলির উঠান বৈঠকে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, সংসদ সদস্যকে জনগণের সামনে আসতে হবে এবং তিনি কি কি কাজ করেছেন তা জবাবদিহি করতে হবে। এবং কি কি সমস্যা রয়েছে তা সংসদে বলতে হবে।
আরো বলেন, সংসদ সদস্য হয়ে শুধু ঢাকায় বসে থাকবে এলাকায় আসবে না এমন সংসদ সদস্য চলবে না। আবার সংসদ সদস্য শুধু এলাকায় থাকবে ঢাকার কিছু চিনে না এমন সংসদ সদস্য ও চলবে না। সংসদ সদস্য হতে হবে যিনি ঢাকায় ও এলাকায় সঠিক ভাবে সময় দিতে পারবেন এলাকার জন্য কিভাবে কাজ নিয়ে আসবে তা জানতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পলাশ উপজেলার যুগ্ম সমন্বয়কারী জুয়েল ভূইয়া, জেলা সদস্য মতিন মিয়া, উপজেলার সদস্য সাব্বির মিয়া সহ জেলা ও উপজেলার নেতাকর্মীগন।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!