
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে একই পরিবারের ভাই-বোনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় গত তিন দিনে পাঁচজনের করোনা শনাক্ত হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের হুগলিপাড়া গ্রামের ওই দুই ভাই-বোনের বয়স যথাক্রমে ১৫ ও ২২ বছর। উপসর্গ দেখা দেওয়ায় তারা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। বৃহস্পতিবার সেখানে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে ওই দুইজনের রিপোর্ট পজিটিভ আসে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, “পরীক্ষায় প্রাথমিকভাবে ভাই-বোনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”