দিনাজপুরে চালের বাজারে অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

|

দিনাজপুর প্রতিনিধিঃ

চালের বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদফতর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৫ জুন) দুপুরে বাহাদুর বাজারের পাইকারি চালের আড়ত এলাকা এনএ মার্কেটে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তার অধিকার লঙ্ঘন ও পণ্যের প্যাকেটিংয়ে বিভ্রান্তিকর নাম ব্যবহারের দায়ে ‘রাকিব ট্রেডার্স’কে ১ হাজার ৫০০ টাকা এবং ‘রীপি দোলা মৌ ট্রেডার্স’কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৫০০ টাকা।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম। সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, চালের অতিরিক্ত মূল্য নির্ধারণ, পণ্যের সঠিক প্যাকেজিং না করা এবং নামকরণে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার মতো একাধিক অনিয়ম পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ভোক্তা স্বার্থ সুরক্ষায় আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কেউ যাতে চালের দাম নিয়ে কারসাজি করতে না পারে, সে লক্ষ্যে জেলা খাদ্য অধিদফতর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং আইন মানার আহ্বান জানানো হয়।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *