দিনাজপুর জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান, অনিয়মের নথিপত্র সংগ্রহ

|

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুপুর ১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।

দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিচালক খায়রুল বাশারসহ আরও কর্মকর্তারা অংশ নেন।

দুদক সূত্র জানায়, জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ জমা পড়ে দুদকে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন আইডি কার্ড উত্তোলন ও ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত সেবায় হয়রানির অভিযোগ ছিল বেশি।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে দুদকের দল জেলা নির্বাচন অফিসের তৃতীয় তলায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এরপর বিভিন্ন নথিপত্র ও কক্ষ পরিদর্শন করেন। পাশাপাশি বেশ কিছু অনিয়মের প্রমাণস্বরূপ নথিপত্রও সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।

দুদকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, “আমরা সেবাগ্রহীতাদের হয়রানি-সংক্রান্ত অভিযোগ পেয়েছি এবং দেশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত। সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে এবং নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, “আজ দুদকের দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের অফিসে অভিযান চালিয়েছে। কিছু ভুল বোঝাবুঝি থেকেই অভিযোগ এসেছে। আমি আশ্বস্ত করছি, আগামী দুই কার্যদিবসের মধ্যে আইডি কার্ড সংশ্লিষ্ট সব পেন্ডিং আবেদন নিষ্পত্তি করা হবে।”

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *