যমুনায় বিলীন মসজিদসহ শতাধিক বসতবাড়ি, ঝুঁকিতে ১ উচ্চ বিদ্যালয় ২ টি প্রাথমিক বিদ্যালয়

|

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সোনাতনী ইউনিয়নের বানতিয়ার  গ্রামে যমুনার তান্ডব। প্রায় ১০০ বসত বাড়ি যমুনা গর্ভে বিলীন হয়ে  হয়ে গেছে।

বর্ষা শুরুর আগেই যমুনার তান্ডবে দিশেহারা বানতিয়ারসহ আসপাশের ১ কিঃমিঃ এলাকা। ভেঙে গেছে একাধিক মসজিদ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে ভাঙন এলাকায়। বানতিয়ার গ্রাম পুরোটাইই যমুনার মাঝখানে হওয়ায় এই এলাকার মানুষ কৃষি ও গবাদি পশু পালনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। ফসলি জমি আগাম বন্যায় তলিয়ে গেছে। গবাদি পশু নিয়ে কোথায় আশ্রয় নিবে সেটাও সমাধান নেই।

বানতিয়ার গ্রামটিতে রয়েছে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয়। বানতিয়ার উচ্চ বিদ্যালয়ে ১২ শত মতো শিক্ষার্থী রয়েছে। একটি গরু ছাগলের হাট। প্রতি বছর যমুনার করাল গ্রাসে নিমজ্জিত হয় চর এলাকার মানুষ। হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকাবাসি যমুনা নদীর করাল গ্রাসে নিমজ্জিত দিশেহারা জনপদ দুর্যোগ ব্যবস্থপনা এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা কামনা করেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *