
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। শুক্রবার ৩০মে ২০২৫ দিনব্যাপী নানা আয়োজনে দিনটি স্মরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
কর্মসূচির মধ্যে ছিল কুরআনখানি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, রক্তদান, এবং দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ।
দিনটি উপলক্ষে দুপুর ১২টায় দিনাজপুর জেলা মহিলা দলের উদ্যোগে জেল রোডস্থ বিএনপি কার্যালয়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি ও অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাদ আসর জেল রোডস্থ কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, আলহাজ সোলায়মান মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউর রহমান। তিনি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।