র‍্যাব-১৩ অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

|

দিনাজপুর প্রতিনিধিঃ “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার, ১৮ জুন ২০২৫ দুপুর ২টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউনিয়নের দাইনুর দক্ষিণ পাড়া বোচাপুকুর গ্রামে জনৈক তোজাম্মেল হক মাস্টারের গভীর নলকূপ ঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।


অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন দাইনুর দক্ষিণ পাড়া (বোচাপুকুর) গ্রামের মোঃ হবিবর রহমানের  ছেলে মোজাহার আলী (৪২), জামালপুর সারকুড়ী, ৯নং আস্করপুর ইউনিয়নের -মোঃ মাজেদুর রহমানের ছেলে মোঃ শাজাহান আলী (৩৫), কোতয়ালী।

র‍্যাব-১৩ এর এক কর্মকর্তা জানান, “বর্তমানে মাদক ভয়াবহভাবে সমাজে ছড়িয়ে পড়েছে। আমাদের সদস্যরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন, যাতে যুবসমাজ এই ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।” তিনি আরও বলেন, সিপিসি-১ এর পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।

এই সফল অভিযানে দিনাজপুরের সাধারণ মানুষ র‍্যাবের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং মাদক নির্মূলে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *