দিনাজপুরে বাবা অসুস্থ, সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চিত

|

দিনাজপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা আর সংসারের খরচ চালাতে গিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে দুই মেয়ের শিক্ষাজীবন। দিনাজপুর শহরের সুইহারী খালপাড়ার বাসিন্দা মুদি দোকানদার নুর আলমের পরিবার এখন অনাহার আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

দুই মেয়ে— একজন ষষ্ঠ শ্রেণির, অপরজন নবম শ্রেণির শিক্ষার্থী। অর্থাভাবে তাদের পুষ্টিহীনতা ও পড়াশোনার সামগ্রী কেনার মতো অবস্থা নেই। ফলে ধীরে ধীরে তাদের শিক্ষাজীবনও বন্ধ হয়ে যাচ্ছে।

জানা যায়, ২০১৭ সালে নুর আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে দিনাজপুর ও পরে রংপুরে চিকিৎসা করান। সুস্থ না হওয়ায় চিকিৎসার খরচ যোগাতে দোকানের পুঁজি শেষ করে দেন। এরপর বাড়ি করার জন্য কেনা জমি বিক্রি করে চিকিৎসা চালান। তাতেও কোনো উন্নতি না হওয়ায় রংপুরের পপুলার হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে ফ্যাটি লিভার অপারেশনের প্রয়োজন হয়, যার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু এই টাকা জোগাড় করতে না পারায় দিন দিন অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার।

নুর আলমের স্ত্রী ইয়াসমিন আক্তার সনি জানান,

“স্বামীর চিকিৎসার জন্য যা জমানো ছিল, গহনা-জমি সব শেষ করেছি। এখন দুই মেয়ের পড়ালেখাও বন্ধের উপক্রম হয়েছে। চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু ২ লাখ টাকা আমরা কোথায় পাব? বাধ্য হয়ে হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছি।”

পরিবারটি আশা করছেন, সরকারি বা বেসরকারি সহায়তা কিংবা কোনো দাতা সংস্থার সহযোগিতা পেলে নুর আলমের চিকিৎসা সম্ভব হবে এবং মেয়েদের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে।

সহযোগিতার জন্য বিকাশ নম্বর ০১৭২০৫২৬৮৪৫ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবারটি।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *