
চকরিয়া প্রতিনিধি: চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ইসমত আরা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাইরাখালী জলদাস পাড়ার মো: আলমগীরের স্ত্রী।স্থানীয় সাবেক ইউপি সদস্য মো.শাহ আলম জানান,রাত সাড়ে নয়টার দিকে একদল বন্যহাতি শাবক সহ ছাইরাখালী এলাকায় আসে।
এ সময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করে।ফলে উত্তেজিত একটি হাতি ঘরের শালা ভেঙ্গে ইসমত আরাকে হাতির শুঁড় দিয়ে আঘাত করে।তবে বিস্ময়ের ব্যাপার হল,এসময় ইসমত আরার পাশে থাকা চার সন্তানের কোন ক্ষতি করেনি হাতি।স্থানীয়দের মতে, ঘটনার সময় নিহতের স্বামী স্থানীয় বাজারে ছিলেন।
এ ঘটনা জানাজানি হলে ফাঁসিযাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক বিশিষ্ট দানবীর আলহাজ্ব মুহাম্মদ কুতুবউদ্দিন হাসপাতালে ছুটে যান এবং বিষয়টি প্রশাসনের নজরে আনেন।
পরের দিন মঙ্গলবার (২৪ জুন)সকাল ১০ ঘটিকায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আতিকুর রহমান,রেন্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন ফাঁসিয়াখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ কুতুবউদ্দিন ও ইউনিয়ন জামাতের সেক্রেটারি আতিকুর রহমান , ৯ নং ওয়ার্ড বিএনপি র নেতৃবৃন্দ,স্হানীয় ওয়ার্ড মেম্বার সহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলা প্রশাসন কর্তৃক নিহতের স্বামীর হাতে কিছু খাদ্য সামগ্রী,বস্ত্র ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং ভিকটিম পরিবারের চার শিশু বাচ্চার খোঁজ-খবর নেন।