
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে এক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
রোববার (৬ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা টু পঞ্চগড় মহাসড়ক দিয়ে চলাচলকারী বিআরটিসির একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব-১১-২২০৪) রাস্তার পাশ দিয়ে সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত হেলপার রংপুর সদর উপজেলার সাতগড়া এলাকার বাসিন্দা জানকি মহন্তের ছেলে সুকুমার মহন্ত (৪৭)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, পঞ্চগড় থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস বীরগঞ্জে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।