
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪০০পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে।
বুধবার (১৮ জুন) সকালে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার মাসিমপুর সড়ক পাড়া গ্রাম থেকে ওই মহিলাকে আটক করে।
আটককৃত হমিলার নাম- শিউলি মনি (৩৭)। উপজেলার ৬ নং আউলিয়াপুর ১ নং ওয়ার্ডের মাশিমপুর সড়ক পাড়ার মৃত আইনুল হকের কন্যা।
ডিএনসি দিনাজপুরের সুত্রে জানা য়ায়, ড়গাপন সংবাদের ভিক্তিতে শিউলি মনির বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে ১৪০০পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম ৭ লক্ষ ৭৫ হাজার টাকা। পরে মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার দিয়ে কোর্টে প্রেরণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এই অভিযানের বিষটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।