দিনাজপুরে নারী কেক প্রস্তুতকারকদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

|

দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে ও কেক প্রস্তুতকারক হিসেবে তাদের দক্ষতা আরও বাড়াতে ঈদ-পরবর্তী পুনর্মিলনী ও কেক প্রতিযোগিতা আয়োজন করেন ‘নাহার কিচেন’-এর স্বত্বাধিকারী এবং প্রশিক্ষক বর্ণী আহমেদ। এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে উদ্যোক্তাদের মধ্যে এবং প্রশংসিত হয়েছেন আয়োজক বর্ণী আহমেদ।

উত্তরাঞ্চলের বৃহত্তম জেলা দিনাজপুরের একটি আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক নারী কেক প্রস্তুতকারক অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অনুপ্রেরণা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজক।

এর আগে দিনাজপুরে কেক প্রস্তুত প্রশিক্ষণ দিয়ে অসংখ্য নারীকে স্বাবলম্বী করে তুলেছেন বর্ণী আহমেদ। এই উদ্যোগের জন্য তিনি ঘরে তুলেছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুকাইয়া চৌধুরী টন্নি, আবিদা সুলতানা, আসফিয়া মুমু ও জয়তুন নাহার জ্যোতি। অনুষ্ঠানে কেক প্রদর্শনী, প্রতিযোগিতা এবং সেরা অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন এলাকায় কেক বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *