
মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধ: “দুধের অপার শক্তিতে—মেতে উঠি একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫। রোববার (১ জুন) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিশু একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মাহফুজা খাতুন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রডিউসার গ্রুপের সদস্য মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা আক্তার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. রায়হান আলী।
এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি শিশু পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করা হয়। দুগ্ধপণ্য বহুমুখীকরণ ও পুষ্টিসচেতনতা বৃদ্ধিতে এক পরামর্শ ক্যাম্পেইনেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দুগ্ধপণ্যের পুষ্টিমান ও এর স্বাস্থ্য উপকারিতা নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।