বিএসএফের গুলিতে নিহত যুবকের মৃতদেহ আড়াই মাস পর ফেরত দিল ভারত

|

সজিব মিয়া, ঝিনাইদহ (প্রতিনিধি):

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত ওবাইদুল হোসেনের মৃতদেহ আড়াই মাস পর ফেরত দিয়েছে ভারত। শনিবার (১২ জুলাই) দুপুরে সীমান্ত পিলার ৪৭/৪-এস এর কাছে শূন্যরেখায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের উপস্থিতিতে মৃতদেহ হস্তান্তর করা হয়।

নিহত ওবাইদুল হোসেন মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। গত ২৬ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন ২৭ এপ্রিল সীমান্তের ভারতীয় অংশে (মধুপুর গ্রামে, মূল সীমান্ত পিলার ৪৮-এর কাছে) একটি অজ্ঞাতনামা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন বিজিবিকে বিষয়টি জানালেও তখন মৃতের পরিচয় নিশ্চিত করেনি। ওইদিন ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় থানায় নেয়। নিহতের পরিবার মৃতদেহটি ওবাইদুলের বলে দাবি করে এবং বিজিবির মাধ্যমে তার মরদেহ ফেরত চেয়ে লিখিত আবেদন করে।

পরবর্তীতে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা চালানো হয়। অবশেষে ৯ জুলাই বিএসএফ জানায়, ভারতীয় পুলিশ মৃতদেহ হস্তান্তরে সম্মত হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী ওবাইদুল হোসেনের ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বিএসএফের কাছে পাঠানো হয়।
শনিবার দুপুরে শূন্যরেখায় মৃতদেহ নিয়ে আসে ভারতীয় পুলিশ। নিহতের বাবা মো. হানেফ আলী ও মা মোছা. নাছিমা খাতুন ছেলের গায়ের পোশাক দেখে মৃতদেহ শনাক্ত করেন। পরে ভারতীয় পুলিশ তা মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *