জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে পাশে দাঁড়ালেন সেনা টহল দলের সদস্য

|

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সেনাবাহিনীর এক টহল দলের সদস্যের তাৎক্ষণিক রক্তদানে এক প্রসূতি মায়ের জীবন রক্ষা পেয়েছে।
শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

জানা যায়, বোচাগঞ্জ উপজেলার মূল দুয়ার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী শ্রাবন্তী রায় (২৬) অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যায় প্রচুর রক্তক্ষরণসহ মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে “ও” পজিটিভ রক্তের প্রয়োজনীয়তার কথা জানান। কিন্তু সে সময় পরিবারের পক্ষ থেকে কোথাও “ও” পজিটিভ রক্তের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না।

এমন অবস্থায় রাত ৮টার দিকে হাসপাতালের সামনে টহলরত দিনাজপুর আর্মি ক্যাম্পের একটি সেনা দলের সদস্যদের দেখে রোগীর স্বামী সন্তোষ চন্দ্র রায় ছুটে গিয়ে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে ক্যাম্প কমান্ডার দলের এক সেনা সদস্যের “ও” পজিটিভ রক্তের কথা জানিয়ে তাকে রক্তদানের অনুমতি দেন।

শহরের নিউ টাউন ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর ওই সদস্য ডিউটির মাঝেই দ্রুত রক্তদান করেন। এতে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করে সংকটাপন্ন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

এই মানবিক ঘটনায় রোগীর পরিবার দিনাজপুর সেনা টহল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, “সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রত্যেকের উচিত, এ ধরনের প্রয়োজনীয় মুহূর্তে এগিয়ে আসা।”

তবে রক্তদাতা সেনা সদস্য ও ক্যাম্প কমান্ডার নাম প্রকাশ করতে রাজি হননি। তারা জানান— “আমরা দেশ ও মানুষের জন্য কাজ করি, নিজের নাম প্রচারের জন্য নয়।”

দিনাজপুরে সেনাবাহিনীর টহলদল জননিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগেও নিয়মিতভাবে প্রশংসিত হয়ে আসছেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *