ঝড়ে উপড়ে পড়া গাছে ট্রেনের ধাক্কা, ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

|

ঝড়-বৃষ্টির মধ্যে ময়মনসিংহের বাইগন বাড়ি স্টেশনের কাছে রেললাইনের উপড়ে পড়ে একটি গাছ। গাছটির সাথে ধাক্কা খেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যমুনা ট্রেন লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ আছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় ময়মনসিংহ থেকে বিকল্প একটি ইঞ্জিন রওনা হয়েছে। বিকল্প ট্রেনের ইঞ্জিনটি ঘটনাস্থল পৌঁছালে সেটি সংযুক্ত করে পুনরায় ময়মনসিংহ স্টেশন হয়ে জামালপুর তারাকান্দির উদ্দেশ্যে রওনা করবে ট্রেনটি। এতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে।

রেলওয়ে পুলিশ আরও জানায়, এ ঘটনায় ট্রেনের এবং যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে ঢাকা রেল কন্ট্রোলকে অবগত করা হয়েছে বলেও জানায় রেলওয়ে পুলিশ।

Fardin Hasan Dipta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *