
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় তিন দিন ব্যাপি ফল উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সারে ১০ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই মেলার আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধনের পর মেলার ৬ টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ আরও অন্যান্য সরকারি কর্মকর্তারা। পরিদর্শন স্টল গুলোতে প্রায় শতাধিকের ওপর ফলের সমারোহ সাজানো রয়েছে। যেখানে দেশি ও বিদেশি ফলের সমারোহ দেখা যায়। স্টল গুলাতে আম, কাঁঠাল, লিচু, লেবু, মাল্ট, পিয়ারা, জাম, কদবেল, কলা, আনারস, ড্রাগন, লোকটন ফলসহ মিষ্টি টক সব রকম ফল স্টলে সাজানো হয়।
স্টল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘তিন দিন ব্যাপি এই ফল উৎসব মেলায় ফলের সম্পর্কে জানতে পারবে তরুণ প্রজন্ম। বাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে ফল মেলার বিকল্প নেই। এই ফল মেলায় বিভিন্ন ফলের সমারোহ সাজানো হয়েছে। যেখানে দেশি ও বিদেশি প্রায় শতাধিক টক মিষ্টি ফল সাজিয়ে রাখা হয়েছে। এই ফল মেলার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা উৎপাদিত ফলের সুনাম ছড়িয়ে যাবে দেশ ব্যাপি’।
কৃষি বিভাগ জানায়, মেলার শেষ দিন স্টল অংশ গ্রহণকারি ও কৃষকদের মাঝে দুই ক্যটাগরিতে যেখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় দের পুরস্কার তুলে দেয়া হবে।