দিনাজপুরে পরিত্যক্ত ব্রিজ থেকে ২০০ টন লোহা চুরি

|

দিনাজপুর প্রতিনিধি ॥ 

দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত রেলওয়ের পুরাতন লোহার ব্রিজ স্থানীয়ভাবে কাঞ্চন ব্রিজ নামে পরিচিত ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত এই পরিত্যক্ত ব্রিজের প্রায় ২০০ টন লোহা চুরি হয়ে গেছে। কেজি প্রতি ৫০ টাকা হিসেবে এসব লোহার বাজারমূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।

পরিদর্শনে দেখা গেছে, পুরাতন ব্রিজের মাঝের অংশে স্লিপার ও লোহার অংশ নেই। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এসব লোহা চুরি হয়ে গেছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিচ্ছেন এবং দায়িত্ব একে অপরের উপর চাপিয়ে দিচ্ছেন। সচেতন মহলের মতে, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণেই সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

এদিকে, ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা নতুন নির্মিত ব্রিজ থেকে চুরি হওয়া ১১টি রেললাইনের ইআরসি ক্লিপসহ এক যুবককে আটক করে দিনাজপুর রেলওয়ে (জিআরপি) থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলা নং-০১, তাং-১৬/০৯/২০২৫ দায়ের করা হয়েছে।

দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হাসান বলেন, “একজন চোরকে আটক করা হয়েছে।” তবে ২০১৭ সাল থেকে চলমান প্রায় ২০০ টন লোহা চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে জানতে আইওডাব্লিউ কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে হবে।” কিন্তু সাইফুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী (ডি.ই.এন.) মোঃ শিপন বলেন, “আমি মাত্র তিন মাস আগে দায়িত্ব নিয়েছি। আজ একজন চোর ধরা পড়েছে, বিষয়টি জেনেছি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত লোহা চুরির ব্যাপারে আমি অবগত নই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *