মাদারীপুরে বিষাক্ত সাপে কাটা গৃহবধুর মৃত্যু

|

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর কালকিনিতে বিষধর সাপে কাটা এক গৃহবধূকে হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে চিকিৎসা করায় মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে কালকিনি উপজেলার রমজানপুরে এঘটনা ঘটে।নিহত গৃহবধূ মনি(৫০) কালকিনি রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের যতিন ভুইয়ার স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রান্না করার জন্য পরিত্যক্ত একটি ঘরে লাকড়ির আনতে যান মনি। এ সময় লাকড়ির মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় এক ওঝাকে খবর দেয়া হয়।এসময় আহত গৃহবধূর শরীর থেকে বিষ নামানো হবে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিতে শুইয়ে রেখে ঝাড়ফুঁক করেন ওঝা।একপর্যায়ে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রোগী রেখে চলে যায় ওঝা।রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *