রাজৈরে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে পেটানোর ঘটনায় দুইভাই গ্রেপ্তার

|

অপি মুন্সী: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম মধ্যেপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে পেটানোর ঘটনায় অভিযুক্ত আপন দুইভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজৈর থানা পুলিশ।
গতকাল রাতে এজাহারের ভিত্তিতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এজাহারে বিবরন সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আব্দুল মজিদ খান ও তার প্রতিবেশী সোহেল কাজীর সাথে বিরোধী চলে আসছিলো। এরি জেরে আব্দুল মজিদ খানের স্ত্রী সবজান বেগম( ৭৫) কে পিটিয়ে গুরতর জখম করা হয়। পরে বৃদ্ধাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাক তাকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুরে রেফার করে। বর্তমানে আহত বৃদ্ধা তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনা নিয়ে কয়েকবার গ্রামের সালিসি বৈঠক হলেও সমাধান না হওয়ায় ভুক্তভোগীর ছেলেরা রাজৈর থানার দারস্থ হলে এজাহারের ভিত্তিতে সোহেল কাজী( ৩৩) ও তার ভাই রাসেল কাজীকে (২৮) গ্রেপ্তার করে। অভিযুক্তরা একই এলাকার মৃত এচাহক কাজীর ছেলে।

আহত বৃদ্ধার ছেলে ইলিয়াস খান অভিযোগ করে জানান, সোহেল কাজী ও রাসেল কাজীসহ আরোও কয়েজনের হামলায় আমার সত্তর বছর বয়সী মা গুরতর জখম অবস্থায় রয়েছে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের ভিত্তিতে মৃত এচাহক কাজীর বাড়িতে গিয়েও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, এজাহারের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *