মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা

|

সজিব মিয়া,(ঝিনাইদহ) প্রতিনিধি-

অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নবঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্রজনতা। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা ডাক বাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের পুরনো নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। তিনি বলেন, “অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনা-বেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায়, তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাঁকে বসানো হয়েছে, তাঁর আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বণ্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান,আাশরাফ আলী,হাসান,সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, “আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত। অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না, তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে।”

এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, সিনিয়র জুলাই যোদ্ধা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *