দিনাজপুরে ১০ হাজার টাকার জন্য ঘনিষ্ঠ বন্ধুকে হত্যা, হত্যাকারীর স্বীকারোক্তি

|

দিনাজপুর প্রতিনিধিঃ মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ঘনিষ্ঠ বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক যুবক। শনিবার (২৮ জুন) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে জানান, হত্যার ঘটনায় অভিযুক্ত মনোজিৎ রায় (২৫) হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

নিহত সাধন চন্দ্র রায় (২৫) ও মনোজিৎ রায় দুজনই বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পুলিশের তথ্য মতে, গত ৩ মে মনোজিৎ রায় সাধনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন এবং এক মাস পর অতিরিক্ত এক হাজার টাকাসহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না পেয়ে সাধনের পরিবার বিষয়টি জানায় মনোজিতের মাকে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মনোজিৎ।

পুলিশ জানায়, গত সোমবার (২৩ জুন) রাতে মনোজিৎ কৌশলে সাধনকে ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুরপাড়ে ডেকে নেয়। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনোজিৎ পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে সাধনের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই সাধনের মৃত্যু হয়। পরে মনোজিৎ মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুকুরে ফেলে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

চারদিন পর শুক্রবার (২৭ জুন) পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা থেকে অভিযুক্ত মনোজিৎ রায়কে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান বাড়ির পাশের পুকুর থেকে নিহত সাধনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বোচাগঞ্জ থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেফতার করছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানী, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *