প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি 

|

মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি:

নতুন অর্থ বছরের শুরুতেই প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি হয়েছে। আকিজ গ্রুপ ও হাসেম ফুড নামে দুইটি কোম্পানি এসব জুস রপ্তানি করে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০ টন জুস বোঝাই একটি কাভার্ডভ্যান ভারতে প্রবেশ করে। ভারতের দিপালী এন্টারপ্রাইজ ও সুকন ডিংকস নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আমদানি করছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ ফেরদৌস বলেন, গত মঙ্গলবার এই বন্দর দিয়ে প্রথম ১০টন জুস রপ্তানি হয়েছে। এরপর বুধবার দুটি প্রতিষ্ঠান জুস রপ্তানি করেছে। আমাদের সাথে আরো কোম্পানি যোগাযোগ করছে বিভিন্ন পণ্য আমরা রপ্তানি করবো। গত দুইদিনে দুই ট্রাকে প্রায় ২০ টন অর্থাৎ ২ হাজার কাটুন জুস রপ্তানি করা হয়েছে। যার রপ্তানি মূল্য প্রায় ১৮ হাজার ডলার। এসব যাচ্ছে ভারতের কলকাতায়।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অর্থ বছরের শেষ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি হয়নি।তবে আশার কথা হলো নতুন অর্থ বছরের প্রথমদিন থেকেই ভারতে বেশ কয়টি কোম্পানির জুস রপ্তানি হচ্ছে। এটা আমাদের দেশের জন্য নিঃসন্দেহে ভালো। 

উল্লেখ্য,এর আগে চলতি বছরের গত ১৭ মে বেশকিছু  স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় ভারত সরকার। তবে হিলি স্থলবন্দর সেই বিধিনিষেধ এর আওতামুক্ত থাকায় কোম্পানি গুলো এই বন্দর দিয়ে এসব পণ্য ভারতে রপ্তানি করছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *