পালিয়ে থেকেও পুলিশের জালে গ্রেফতার

|

জয়পুরহাট প্রতিনিধিঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন মাদক সম্রাজ্ঞী মৌলুদা বেগম (৬০)। পালিয়ে থেকেও গ্রেফতার এড়াতে পারলেন না অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের জালে গ্রেফতার হয়েছে এই মাদক ব্যবসায়ী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ মৌলুদা বেগম। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেন থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাবনা সদর থানায় (মামলা নম্বর-১৪, জিআর নং-৬৬৭) মামলায় আদালত মৌলুদাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকে মৌলুদা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে।

গত বৃহস্পতিবার পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম জেলা পুলিশ সুপার স্যার ও থানার ওসি স্যারের দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আদালতের রায়ের ওয়ারেন্টের ভিত্তিতে মৌলুদাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মহোদয়।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *