
চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে গার্লস গাইড (হলদে পাখি কার্যক্রম) শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এ কর্মসুচি চালু করা হচ্ছে।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ে গার্লস গাইড চালু করার উদ্যোগ গ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা গাইডস কমিশনার শামসুন্নাহার বেগম,স্থানীয় গাইডস কমিশনার সীতাকুণ্ড নাজনীন হক চৌধুরী,শামীমা ফেরদৌসী প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মনজুর মোর্শেদ, সহকারী শিক্ষা অফিসার এ এস এম মুনির উদ্দিন এবং চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মুহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া দিতে গিয়ে শিক্ষকদের কঠোর পরিশ্রম করতে হয়। খেলাধুলায় অন্যমন্সক এসব শিশুরা সহজে লেখাপড়ায় মনোযোগী হয় না।এজন্য তাদের খেলার চলে অভ্যাস তৈরি করতে হয়। অথচ সেই কঠিন প্রচেষ্ঠাকে সহজভাবে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করছেন শিক্ষকরা।এছাড়া তিনি বলেন, নানা উপায়ে কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণে তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের যোগ্য ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। অ-রাজনৈতিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গার্লস গাইড এসোসিয়েশন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে
শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক গার্লস গাইড কার্যক্রমের সুচনা শুরু করেছেন।
মতবিনিময় সভায় ইউএনও মুহাম্মদ আতিকুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের কল্যানে গার্লস গাইড কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম থেকেই প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সব দিক থেকে দক্ষ মানবসম্পদে গড়ে তোলা হবে।