চুয়াডাঙ্গায় পারিবারিক রাস্তার জমিকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্রের শিকার, অভিযোগ দায়ের

|

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের দরিদ্র প্রতিবন্ধী আব্দুল জুব্বার মন্ডল ও তার পরিবার দীর্ঘ্য দিন ধরে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।পদ রাস্তাকে গাড়ি চলাচলের রাস্তা জন্য প্রতিবেশী ইদ্রিস আলী ও ছেলেরা এবং নিকট আত্মীয়রা মারদাঙ্গা পরিস্হিতি সৃষ্টি করে প্রতিবন্ধী আব্দুল জুব্বার মন্ডলের পরিবারের সদস্যদের জীবণ হুমকির মধ্যে ফেলে দিয়েছে।এ বিষয়ে একটি লিখিত অভিযোগ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্য ও লিখিত অভিযোগ সূত্র জানা যায়, ওই গ্রামের কুমিল্লা পাড়ার দরিদ্র প্রতিবন্ধী আব্দুল জুব্বার মন্ডল ও পরিবার বিগত ১৭ বছরের বেশী সময় ধরে প্রতিবেশী ইদ্রিস আলী ও তার ছেলে যথাক্রমে জসীম,নাসির,বশির এবং বিলাল হোসেনের ছেলে জাকির, তার স্ত্রী শেফালী একেরপরএক ষড়যন্ত্র করে আসছে।সে সাথে ঠুনকো অযুহাতে প্রায়ই গালাগালি করে অতিষ্ঠ করে আসছে।সে সাথে শারিরিক ও মানুষিক নির্যাতন করে আসছে।পতিত আওয়ামীলীগের অনুগত হওয়ায় বিগত ১৭ বছর পেশী শক্তির বল দেখিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী আব্দুল জুব্বার মন্ডল তার স্ত্রী নেহারণ নেছার নামীয় জমির উত্তর পাশে ও পশ্চিম পাশে গাড়ি চলাচলের রাস্তার জন্য জোরপূর্বক জমি দখল করে রাস্তা তৈরি করে নেয়।এ কাজে সহযোগিতা করেছিলো তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ শুকুর, তার অনুগত চামচা ইউপি সদস্য সাগর,ছোটশলুয়া গ্রামের সাবেক মেম্বার আকতার হোসেন,বড় শলুয়ার সমশের মেম্বার,স্হানীয় আঃ ওয়াহাব, হামিদুল, ইদবার, হাফিজুল, মফিজুল, কিতাব আলী, আত্তাব, রেজাউল, শফিউল্লাহ।

ওই বাড়ির দক্ষিন দিকের পুকুর পাড় দিয়ে রাস্তা সরকারিভাবে নির্ধারিত থাকলেও তা না মেনে আওয়ামীলীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে উপরে মূল্যবান ভিটা জমি দখল করে রাস্তা করিয়ে নিয়েছে। আবার,একই জমির পশ্চিম দিকের জমি আড়াই হাত পরিমাণ জমিকে দখল করে এবং সাবেক তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আঃ শুকুরকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে অবৈধ ভাবে ইটের এইচ বি রাস্তা করিয়ে নিয়েছে।সেই থেকে ক্ষমতার গরমে বশির গং বিভিন্ন সময় হিংসা করে একেরপরএক ষড়যন্ত্র করে আসছে।সাবেক তিতুদহ ইউপি চেয়ারম্যান আবেগে পড়ে তার অনুগত ভোটারদের খুশি করাতে একটা বড় মাপের সমস্যা তৈরি করে গেছে। যা এখনো চলমান।বর্তমানে আব্দুল জুব্বারের দু মেয়েকে দান সম্পত্তি হিসেবে ভিটে জমি লিখে দেয়ায় তারা দুজন যৌথভাবে আগের আধা পাকা ঘরে ছাদ করতে গিয়ে প্রতিবেশী ওই চক্রের পক্ষ থেকে তীব্রভাবে বাঁধার সৃষ্টি করা হচ্ছে।যা মোটেই কাম্য নয়।


এদিকে, গত ২০ জুন বেলা ২ টার দিকে ও ওই দিনই ১১ টার দিকে আব্দুল জুব্বার, তার মেয়ে নাছরিন সুলতানা, শিউলী খাতুন ও তাদের স্বামীকে বছির, নাসির,জসীম,জাকির,সাইফুল শারিরিকবাবে আঘাত করে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় বলে অভিযোগ করেছে।বছির দু জন সাক্ষীর উপস্হিতিতে নাছরিনকে গুলি করে মারার হুমকি দেয়।সামাজিকভাবে এসব ঘটনার বিচার করার মত কেউ না থাকায় সংকট ঘণিভুত হয়েছে।পতিত স্বৈরাচারের অনুগত এসব ডেভিলদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুত ব্যবস্হা গ্রহণ ও প্রতিবন্ধী আব্দুল জুব্বার ও তার পরিবারের সকল নিরাপত্তা নিশ্চিত করতে ওই পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *