দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলায় অনুপস্থিত ১২৯১ জন

|

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১২৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ১.৩৫ শতাংশ।  প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি।

এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা ৯৫ হাজার ৬১৭ জন পরীক্ষার্থীর। কিন্তু অংশগ্রহণ করে ৯৪ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী। সে হিসেব অনুযায়ী ১২৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে ২১৮, গাইবান্ধায় ২২১, নীলফামারীতে ১৪০, কুড়িগ্রামে ১৫৪, লালমনিরহাটে ১০২, দিনাজপুরে ২৪৩, ঠাকুরগাঁও ১২৩, পঞ্চগড়ে ৯০ জন । পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত মিডিয়া কর্মীদের কাছে পাঠানো এক তথ্য বিবরনীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *