নরসিংদীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সেই ছাত্রদল কর্মীর মৃত্যু

|

নরসিংদীর পলাশে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল কর্মী ঈসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ জুন) দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে তার পিতা আব্দুর রহিম ভূঁইয়া নিশ্চিত করেন।

নিহত ইসমাঈল হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে এবং পলাশ ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ও হাসপাতালের যাবতীয় কাজ শেষ করার পর আমাদেরকে মরদেহ হস্তান্তর করা হবে এবং আজই তার লাশ গ্রামের বাড়ি পলাশে দাফন করা হবে। এ বিষয়ে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, নিহত ঈসমাইল হোসেন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

এদিকে ছাত্রদল কর্মী ঈসমাইলের মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (অর্থ ও প্রশাসন) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আমরা ফজলুল কবির জুয়েল নামে একজনকে গ্রেফতার করছি। আর বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

উল্লেখ, গত ১৫ জুন সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঈসমাইল হোসেন নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *