মেঘনা ঘাট নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শুল্ক ও মুরিং চার্জ আদায় কেন্দ্রের নতুন ইজারাদার এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল

|

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

সোমবার(৩০জুন)সকাল ১১ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা মেঘনা ঘাট বাজারে এই মিলাদ,মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নতুন ইজারাদার ও জেলা বিএনপির অন্যতম সদস্য মো:বোরহান উদ্দিন ভূঁইয়া র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশনের সা:সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি:মুকবুল আহমেদ রতন,উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম(রনি মাষ্টার),বালুয়াকান্দী ইউপি বিএনপির সা:সম্পাদক মনিরুজ্জামান মনির,গজারিয়া ইউপি বিএনপির সা:সম্পাদক মোশাররফ হোসেন সরকার স্বপন,বিএনপি নেতা আরফত আলী মেম্বার,মনির হোসেন সরদার,মিজানুর রহমান দেওয়ান,সানাউল্লাহ মিয়া,জিয়া উদ্দিন দেওয়ান(লিটন মেম্বার),হুমায়ুন কবির ঢালীসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ।

জানা যায়,মেঘনাঘাট নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন মেঘনা ব্রীজ হতে মোনেম অটো ব্রীকস্ এর পূর্ব প্রান্ত পর্যন্ত বার্দিং চার্জ ও মালামাল উঠানামার শুল্ক এবং মুরিং চার্জ আদায় কেন্দ্র”ঘাট/পয়েন্টটি ২০২৫-২০২৬ অর্থ বছরের ০১/০৭/২০২৫ হতে ৩০/০৬/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত সময়ের জন্য ইজারার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

এ সময় সকলের সহযোগিতা কামনা করে মো:বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন,নৌ যান মালিক,শ্রমিকদের বাঁচিয়ে রেখে ও সরকারী নীতিমালার মধ্য থেকে এই কার্যক্রম পরিচালিত হবে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *