
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন(১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ৮টার সময় স্থানীয়রা বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে।
নিহত মোহাম্মদ লাদেন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ এজারের পুত্র।
নিহত মোহাম্মদ লাদেনের বাবা মোহাম্মদ এজার বলেন, আমার ছেলেকে গতকাল থেকে অনেক খোজাখুজির পর আজ সকালে বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুরে আমার ছেলের লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বদরখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।