ময়মনসিংহে জানাযা’য় যাওয়াকে কেন্দ্র করে নিহত ১ জন।

|

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে জানাযা’র নামাজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে ইয়াছিন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে পাঁচরুখী রাজাবাড়িয়া পূর্বটিক্কাচর গ্রামের হবির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, স্থানীয় এক বৃদ্ধ মহিলার জানাযা’র নামাজে যাওয়ার সময় পাচঁরুখী গ্রামের মতিউর রহমানের পুত্র ইয়াছিন মিয়া (৪২) পাচঁরুখী দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র ক্বওমী মাদ্রাসা পড়ুয়া রায়হান মিয়া (১৬)কে হুজুর সম্মোধন করে জানাযা’য় যেতে বলে।

এসময় রায়হান মিয়া বলে আমি ছোট, আগে আপনেও যান। তৎক্ষানিক ছোট-বড় নিয়ে দুজনের মধ্যে তর্কে লাগে। একপর্যায়ে রায়হান মিয়া ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালের বামপাশের্^ শিরায় ঘুষি মারে। এতে ইয়াছিন তাৎক্ষনিক মাটিতে ঢুলে পড়ে। পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে ইয়াছিনকে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।

উক্ত ঘটনার পর থেকে রায়হান মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *