দিনাজপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের তিন মাসের কারাদণ্ড

|

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের গোলাপগঞ্জ মোড়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক বিক্রেতা রাশেদুল ইসলাম পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দিপংকর বর্মন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বীরগঞ্জ বসুন্ধরা আবাসিক এলাকার জহিরুল হকের ছেলে ও মহিলা কলেজের ল্যাব সহকারী জাকির তাহমিদ (২৪) এবং শরিফ উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই যুবক গোলাপগঞ্জ মোড় এলাকায় রাশেদুল ইসলামের কাছ থেকে টেপেন্ডা ট্যাবলেট ক্রয় করে যাচ্ছিলেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, খবর পেয়ে এসআই সুমন দেবনাথ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দীপংকর বর্মন কলেজপড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “গোলাপগঞ্জ মোড় এলাকাটি বিপজ্জনক। এখানে অহেতুক ঘোরাঘুরি না করে সচেতন থাকতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে।”

অভিযানকালে এলাকাবাসীর একজন নুর ইসলাম বলেন, “কয়েকজন মাদক ব্যবসায়ীর কারণে এলাকার সুনাম নষ্ট হচ্ছে। উঠতি বয়সী তরুণরা মাদকে জড়িয়ে পড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই।”

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *