দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশি গ্রেফতার

|

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ফেরার পথে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ জুন) দিবাগত রাতে চালানদিঘী এলাকায় টহল চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে অতিন চন্দ্র (২০), নাড়ইল গ্রামের মো. ফয়জুলের ছেলে মো. জোবায়ের (২৫), বিরল উপজেলার বনগাঁও গ্রামের মোনাই চন্দ্রের ছেলে দীপক চন্দ্র (২২) এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে তরিকুল (১৭)।

পরমেশ্বরপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার শ্রী দ্বীপেন কুমার সরকার জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে মেইন পিলার ৩৩১/৮-এর নিকট চালানদিঘী এলাকায় টহলে ছিল বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে ফেরা কয়েকজন ব্যক্তি সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চারজনকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং দুটি ভারতীয় সিমকার্ড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে ফেরত এসেছেন।

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার বলেন, “আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক জামিন না মঞ্জুর করে চারজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *