হাজী মোহাম্মদ দানেশের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

|

দিনাজপুর প্রতিনিধিঃ উপমহাদেশের খ্যাতনামা রাজনীতিক, কৃষক আন্দোলনের অগ্রনায়ক এবং তেভাগা আন্দোলনের মহান নেতা হাজী মোহাম্মদ দানেশের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

শ্রদ্ধা জানায় তেভাগা চেতনা পরিষদ ও হাজী দানেশ কলেজ। এ সময় উপস্থিত ছিলেন তেভাগা চেতনা পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হবিবর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট রাজু, সদস্য রবিউল আউয়াল খোকা, হাজী মোহাম্মদ দানেশ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাজী মোহাম্মদ দানেশের দৌহিত্র সুলতান উল নাঈম শুভ।

অন্যদিকে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসনের পক্ষ থেকেও তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গোর-এ-শহীদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী দানেশের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, হল সুপারবৃন্দ, বিভিন্ন শাখার পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাজী মোহাম্মদ দানেশের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *