চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

|

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৯টার দিকে। চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আনজুমান আরা (৬০)। তিনি উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।

এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে একই প্ল্যাটফর্মে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আসার সময় নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জিয়াবুর রহমান (৪৩)। তিনি উপজেলার পশ্চিম সাইতাড়া গ্রামের গফুর শাহপাড়ার এন্তাজুল হকের ছেলে।

নিহত আনজুমান আরার জামাতা নুরুজ্জামান জানান, তিনি তাঁর মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেন চলে এলে কাটা পড়ে মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মৃত্যুর ঘটনা আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *