Live
ডিভাইস-প্রক্সি নিয়ে দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৮

ডিভাইস-প্রক্সি নিয়ে দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৮

২ ঘণ্টা আগে | 58 বার পড়া হয়েছে
মোঃ আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের উদ্দেশ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ১৬ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে প্রক্সি দিতে এসে আরও দুজনকে আটক করা হয়েছে। এ সময় মোট ১৬টি ডিভাইস জব্দ করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুরের ৪৫টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র থেকে মোট ১৮ জনকে আটক করা হয়। এ পরীক্ষায় জেলায় অংশ নেয় ৩৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দিনাজপুর ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল থেকে দুজন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ (কেবিএম) থেকে দুজন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে একজন, সরকারি মহিলা কলেজ থেকে একজন, জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে একজন, মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) থেকে একজন, নূরজাহান কামিল মাদরাসা থেকে চারজন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে একজনকে ডিভাইসহ আটক করা হয়। এ ছাড়া কাদের বক্স মেমোরিয়াল কলেজ কেন্দ্রে প্রক্সি দিতে আসা দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে - আটক পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা করে নেওয়া হয়েছিল। তিনি বলেন, “ডিভাইস ব্যবহারের কৌশল সম্পর্কে আমাদের আগেই ধারণা ছিল। সেই অনুযায়ী নজরদারি বাড়ানো হয় এবং পরীক্ষাকেন্দ্র থেকেই তাদের আটক করা সম্ভব হয়েছে।”

শেয়ার করুন

Facebook Twitter WhatsApp লিংক কপি প্রিন্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!